নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ জানিয়ে নিজ উদ্যোগে দলগুলোকে এখনই এগুলো সরানোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা অমান্য করে দেশজুড়ে পোস্টার লাগালে ইসি কঠোর ব্যবস্থা নেবে।
রাজধানীতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ সতর্কবার্তা দেন সিইসি।
সিইসি বলেন, ‘ঐকমত্য কমিশনের আলোচনার জন্য আমাদের দলগুলোর সঙ্গে সংলাপ একটু দেরি হলো।
তিনি আরো বলেন, ‘আপনারা কিছু মনে করবেন না। নিবন্ধিত ৫৪টি দলই আমাদের কাছে সমান।
আচরণবিধি প্রসঙ্গে সিইসি স্পষ্ট ভাষায় বলেন, ‘এখনই পোস্টারে ছেয়ে গেছ ঢাকা শহর। অথচ আমরা এটা নিষিদ্ধ করেছি।
সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দলগুলো হলো—বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ কংগ্রেস ও এনপিপি।
বিকেলেও আরো ছয়টি দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।