আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সিভিল প্রশাসন একাডেমিতে কেনাকাটার নামে হরিলুট হয়েছে। গতবছরের জুন মাসে কেনা প্রতি পিস চেয়ার ৩০ হাজার টাকা, টেবিলের দাম ৭০ হাজার, পকেট মাইক্রোফোন ৮৫ হাজার এবং একটি কাঁটা চামচের দাম ধরা হয়েছে তিনশ টাকা।
অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির রেক্টর (সচিব) ড. মো. ওমর ফারুক কেনাকাটায় এসব অনিয়মের সঙ্গে জড়িত। তিনি অফিসেই বাসা বানিয়ে পরিবারসহ থাকেন। তাছাড়া সারাবছর সেখানেই ফ্রি খাবার খান এবং রান্নার কাজে মুক্তা ব্যাণ্ডের বোতলজাত পানি ব্যবহার করেন। ওমর ফারুক ও তার পরিবারের ব্যবহারের জন্য দুইটি সরকারি গাড়ি বরাদ্দ নিয়েছেন।
প্রশ্ন আসছে, বিসিএস প্রশাসন একাডেমি সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান। সেখানে বিলাসিতা করার সুযোগ বা মূল্যবান সামগ্রী কেনার কোনো প্রয়োজন ছিল না
সোমবার রাতে সিভিল প্রশাসন একাডেমির কেনাকাটার বেশকয়েকটি নথি নিজের ফেসবুকে পোস্ট করেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি।
পোস্টে তিনি লিখেছেন, ‘একি হরিলুট নাকি? বিসিএস প্রশাসন একাডেমি এর রেক্টর( সচিব) জুন, ২০২৪ সালে — ১টি কাটা চামচ কিনেছেন ৩০০ টাকায়, চেয়ার ৩০ হাজার টাকা, টেবিল ৭০ হাজার, পকেট মাইক্রোফোন ৮৫ হাজার টাকা..কি কান্ড রে ভাই!’