Image description

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলে জানান শামসুদ্দিন মাসুদ। আজ রবিবার (৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অর্থমন্ত্রণালয়ে আগামীকাল বিকেল ৫ টার মিটিং এ ৩দফার চূড়ান্ত সিদ্ধান্ত। কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। আলোচনার সুবিধার্থে আগামীকাল বিদ্যালয়ে থাকা শিক্ষকগণ ক্লাস নিবেন।’

জানা গেছে, এদিন রাত সাড়ে ৯টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিকের শিক্ষকদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আগামীকাল সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় প্রাথমিকের শিক্ষকদের দাবিগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি সভা হওয়ার কথা বলা হয়। তাই আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলার কথা বলা হয়।

বিষয়টি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ।  এর আগে গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। সাউন্ড গ্রেনেডে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

তাদের তিন দফা দাবি হলো-সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়া, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।