হবিগঞ্জের নবীগঞ্জে জামিনে কারাগার থেকে বের হওয়ার পর ইমরুল মিয়া (৪০) নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইমরুল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের সোনহর মিয়ার ছেলে।
গত ২০ আগস্ট বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৮) নিখোঁজ হওয়ার দুই দিন পর ২২ আগস্ট গ্রামের একটি সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশ ইমরুলসহ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ইমরুল সম্প্রতি এলাকায় ফিরেন।
আউশকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সুজন মিয়া বলেন, শুক্রবার জুমার নামাজের সময় ইমরুল বনগাঁও নতুন জামে মসজিদের বারান্দায় নামাজ আদায় করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত আগস্টে খুন হওয়া জাবেদের ভাইসহ কয়েকজন ইমরুলকে মসজিদের বারান্দায় হামলা করে হত্যা করে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।