বিশিষ্ট ইসলামি স্কলার ডা. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় নির্বাচনের আগে তার বাংলাদেশ সফর অনুমোদন করা হবে না, তবে নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ডা. জাকির নায়েককে ঢাকায় আনার পরিকল্পনা করে। এমনকি ঢাকার বাইরেও তার যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন মহলে আলোচনা চলছিল।
সভায় বলা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে এবং সেই জনসমাগম নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এত সদস্য মোতায়েন করা সম্ভব নয়। সবাই এখন নির্বাচনমুখী কাজে নিয়োজিত। তাই নির্বাচনের আগে তাঁর সফরের অনুমতি দেওয়া যাচ্ছে না।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঢাকায় সম্ভাব্য সফর প্রসঙ্গে বলেন, জাকির নায়েক ঢাকা সফর করলে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, ‘সে একজন পলাতক আসামি। ভারতে তার খোঁজ চলছে। তাই আমরা আশা করি, সে যেখানেই যাক, সেখানকার কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’
এ প্রসঙ্গে বাংলাদেশের অতিরিক্ত অবস্থানও উল্লেখযোগ্য। গত ২৮ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, জাকির নায়েককে কোনো রাষ্ট্রীয় আমন্ত্রণ দেওয়া হয়নি। ‘আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।’ তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েকের সফর সম্পর্কে কোনো তথ্য জানে না।
অন্যদিকে, গত ১২ অক্টোবর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তার নিজস্ব একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।