Image description

কক্সবাজার এবং বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্কুলের শিক্ষক রয়েছে বলে জানা গেছে। 

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

এছাড়াও মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি এলাকায় মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন আব্বাস আলীর পুত্র জামির ইজারাদার (৫৫), শেখ শাহাদাত হোসেনের পুত্র মিজান শেখ (৫৫) এবং মনিন্দির হালদারের পুত্র হরিপদ হালদার (৬০)। প্রত্যেকেই বাগেরহাটের রামপাল উপজেলার কালেখারবেড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় থেকে একটি রাজনৈতিক প্রোগ্রাম শেষে নিহত জামির ইজারাদারের ব্যক্তিগত মোটরসাইকেল (বাগেরহাট হ-১২৯৫৭১) যোগে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যানবাহন তাদের সজোরে ধাক্কা দিলে তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণে খুলনা-মোংলা মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

 

নিহত জামির ইজারাদার রামপাল উপজেলার রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। অপর দুইজন স্থানীয় ব্যবসায়ী।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।