Image description

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে তানহা বিনতে বাশার (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) মোহাম্মদপুর থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তানহার বাবা আবুল বাশার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু দায়ের করেছেন।

তানহা বিনতে বাসার রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বিবিএ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে খবর পেয়ে তানহার বাবা এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানহার বাবা আবুল বাশার গণমাধ্যমকে জানান, বেশকিছুদিন ধরে সাইমুন নামের এক যুবক তানহাকে বিভিন্নভাবে মানসিক অত্যাচার করছিল।

যার কারণে তানহা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তানহার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।