চাঁদপুরে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক হয়েছে। আজ(৪ নভেম্বর) মঙ্গলবার দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদেরকে আটক করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের একাউন্টস অফিসার উত্তম জানান, ঐ দুই নারী তাদের অফিসে ডিএডি জাহাঙ্গীর আলম এর রুমে যায় পাসপোর্ট এর জন্য। পরে জাহাঙ্গীর আলম তাদেরকে কিছু প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারেন নি। পরে তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হলে দেখা যায় তারা ভালোভাবে বাংলা বলতে পারেননি এবং কথার উত্তর দিতে পারেননি।
এরপর তারা চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে চাদপুর সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে নিয়ে এসেছি। তারা যে ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন সেখানে তাদেরকে নিয়ে পৌঁছে দিতে হবে। এরপর সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তবে, রোহিঙ্গা দুই নারী কাদের মাধ্যমে এসেছেন এই বিষয়ে তাদের সাথে কথা বললে তারা বিষয়টি বলতে অপারগতা প্রকাশ করেন।