সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত ১লা নভেম্বর তুরস্ক সফরের উদ্দেশ্যে ইস্তাম্বুলে পৌঁছান। তাঁর আগমন উপলক্ষে বাংলাদেশ ফোরাম অব তুর্কি-এর উদ্যোগে এক নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তুরস্কের বিভিন্ন শহর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিএইচডি গবেষক, সাধারণ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ফোরামের সেক্রেটারি জেনারেল ড. আ.স.ম. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী স্কলার ড. রুহুল আমিন, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও গাজীপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ দুনিয়াতে মুমিনদেরকে ছোট-বড় পরীক্ষায় ফেলেন; ধৈর্য ও ইস্তেকামাতের সঙ্গে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।” তিনি গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে যোগ্য ও দক্ষ প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন এবং ‘বাংলাদেশ ২.০’ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি সুন্দর ও আদর্শ পরিবার গঠনে রাসূল (স.)-এর সিরাতকে সর্বোত্তম দৃষ্টান্ত হিসেবে অনুসরণের আহ্বান জানান এবং বাংলাদেশসহ সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় দোয়া করেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ফোরাম অব তুর্কি-এ পক্ষ থেকে জামায়াতের আমিরের তুরস্ক আগমন উপলক্ষে একটি স্মারক উপহার প্রদান করা হয়।