জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট কবে অনুষ্ঠিত হবে, সেই সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে সোমবার সকালে। এদিন সংখ্যানুপাতিক পদ্ধতিসহ (পিআর) সনদ বাস্তবায়নে বিরোধপূর্ণ অন্যান্য ইস্যুতেও সরকারের অবস্থান পরিষ্কার করতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
সোমবার সকালে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি রোববার সন্ধ্যায় নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র। এ ছাড়া সোমবার বেলা ১২টায় সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।