Image description
 

দৈনিক ভোরের কাগজ প্রকাশনা বন্ধের ঘোষণা দিয়েছে পত্রিকাটির মালিকপক্ষ। সোমবার (২০ জানুয়ারি) এক নোটিশের মাধ্যমে পত্রিকাটির প্রকাশনা বন্ধের ঘোষণা দেয়।

নোটিশে বলা হয়, শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোরের কাগজের দায়িত্বশীল একাধিক সংবাদকর্মী ঢাকা টাইমসকে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।

 
author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder