উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, পূর্বের গুচ্ছ ভর্তি পদ্ধতির চাপ আমাদের ওপরে এখনো রয়ে গেছে। তবে, আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপাচার্যের কনফারেন্স রুমে দায়িত্বপালনের এক বছর পূর্তি উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রকাশিত ম্যাগাজিন 'সম্বর্ত' র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি।
তিনি আরও বলেন, 'জবিসাস বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়ন ও ইতিবাচক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ তরুণ সাংবাদিকদের সৃজনশীলতা ও দায়িত্ববোধকে আরও উজ্জীবিত করবে।'
অনুষ্ঠানে জবিসাসের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইমরান হুসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম।
'সম্বর্ত' প্রকাশের উদ্দেশ্য উল্লেখ করে জবিসাসের সভাপতি ইমরান হুসাইন বলেন, “জবিসাস সবসময় দায়িত্বশীল সাংবাদিকতা ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নযাত্রায় অংশীদার হতে চায়।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, লেখালেখি ও সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও সমৃদ্ধ করবে।”
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বলেন,“‘সম্বর্ত’ শুধু একটি ম্যাগাজিন নয়, এটি জবির উন্নয়নযাত্রার দলিল। জবিসাসের সদস্যরা যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে, তা আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
উল্লেখ্য, ‘সম্বর্ত’ ম্যাগাজিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছরের সাফল্য, শিক্ষার্থীদের অর্জন, গবেষণা, সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।