মিথ্যা তথ্য প্রদান এবং একাধিক গেজেটে তালিকাভুক্তির জেরে সিলেট বিভাগের ২৭ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বাতিলকৃতদের মধ্যে সর্বাধিক ২০ জন মৌলভীবাজার জেলার। এছাড়া সুনামগঞ্জের ৬ ও সিলেট জেলার একজনের নাম বাতিল করা হয়েছে। তবে হবিগঞ্জের কারও নাম নেই এ তালিকায়।
মৌলভীবাজারের বাতিল হওয়া ২০ জন হলেন- মো. আজমল আলী (গেজেট-২), নুর ইসলাম আহমেদ সুজন (গেজেট-১৫), মাহমুদুল হাসান (গেজেট-১৬), তামিম আহমদ (গেজেট-৪০), মিনহাজুর রহমান রিমন (গেজেট-৪১), দেলোয়ার আহমেদ সেলিম (গেজেট-৪৬), মো. রিয়াদ মাহমুদ রকি (গেজেট-৪৯), মো. আরিফুল ইসলাম (গেজেট-৫০), শেখ মো. মাহফুজুর রহমান মাহিন (গেজেট-৫১), জমির মিয়া (গেজেট-৫২), মো. রায়হান চৌধুরী (গেজেট-৫৪), মো. রুমান আহমেদ (গেজেট-৫৫), হুমায়ুন আহমদ, (গেজেট-৫৬), তানবির মিয়া (গেজেট-৫৭), নবিবুর রহমান (গেজেট-৫৯), জিসাম হোসেন রাহী (গেজেট-৭৩), ইমাদ উদ্দিন আহমেদ (গেজেট-৮০), মো. আলী হোসেন (গেজেট-৮৯), তারেকুল ইসলাম তারেক (গেজেট-৯০) ও মো. সুমন (গেজেট-৯১)।
সুনামগঞ্জের ৬ জন হলেন- মো. রুহুল আমিন (গেজেট-৪৪৫), মোফাজ্জল হোসেন (গেজেট-৪৯১), মো. আফতাব উদ্দিন (গেজেট-৫৭১), আল- হেলাল মো. ইকবাল মাহমুদ (গেজেট-৫৮৫), মো. মোবারক হোসেন (গেজেট-৬০১), নাঈম আহমদ (গেজেট-৯০৬)। এছাড়াও সিলেট জেলার বাতিল হওয়া ব্যক্তির নাম ফখরুল হাসান (গেজেট-৩৫৬)।