পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার আকাশে মঙ্গলবার ভোরে দেখা গেছে এক বিরল প্রাকৃতিক দৃশ্য—‘লেনটিকুলার ক্লাউড’ বা লেন্স আকৃতির মেঘ। আকাশজুড়ে রঙিন ও ঢেউখেলানো এই মেঘ প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।
অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, “গত ২৮ অক্টোবর ভোরে কোহ-ই-মুরদার পর্বতমালার পূর্বাঞ্চলীয় আকাশে এ মেঘের গঠন দেখা যায়। সূর্যোদয়ের আগে এটি তৈরি হয়, প্রায় ২০ মিনিট স্থায়ী থেকে সূর্য ওঠার ঠিক আগমুহূর্তে মিলিয়ে যায়।”
এই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলে অনেকে ধারণা করেন, এটি কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক প্রযুক্তির ফল। তবে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা।
জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পিএমডির মুখপাত্র আনজুম নাজির জইঘম জানান, “যখন স্থিতিশীল ও আর্দ্র বাতাস পাহাড়ের ওপর দিয়ে বয়ে যায়, তখন এমন ঢেউখেলানো আকৃতির মেঘের সৃষ্টি হয়। সাধারণত পাহাড়ি এলাকায় ভোরের দিকে এটি তৈরি হয়ে অল্প সময়ের মধ্যেই বাষ্পে মিলিয়ে যায়।”
ডন নিউজকে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, লেনটিকুলার ক্লাউড হলো লেন্স-আকৃতির ওরোগ্রাফিক ওয়েভ ক্লাউড, যা পাহাড় বা উঁচু ভূমির ওপর দিয়ে বাতাস প্রবাহিত হলে গঠিত হয়। এগুলোর আকৃতি অনেকটা উড়ন্ত চাকতির মতো হওয়ায়, অনেক সময় মানুষ একে ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর সঙ্গে গুলিয়ে ফেলে।