ঝিনাইদহ সদর উপজেলায় ধানক্ষেত থেকে ইছার উদ্দিন (৭০) নামে এক কৃষকের পা বাঁধা ও গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাঙ্গিয়ারপোতা পশ্চিমপাড়া গ্রামে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইছার উদ্দিন ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বুধবার সন্ধ্যার পর ইছার উদ্দিন বাড়ি থেকে বের হন খেজুর গাছ কাটানোর জন্য গাছী খুঁজতে। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে পার্শ্ববর্তী বিলের ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান গ্রামে কৃষকরা। পরে তারা পুলিশকে খবর দেন।
সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের টু-আইসি সহকারী উপ-পরিদর্শক কাজী বায়জিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইছার উদ্দিনের দুই পা বাঁধা ও গলাই রশি পেঁচানো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।