Image description
 

অভিনয়শিল্পী হাসান মাসুদ অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। গত সোমবার রাতেই তাঁকে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সূত্রে জানা গেছে, রাতের দিকে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে তিনি হাসপাতালে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে ভর্তি করার নির্দেশ দেন।

 

হাসান মাসুদ বর্তমানে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, “হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার সঙ্গে মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। এ ধরনের রোগীদের সাধারণত ৪৮–৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করা হবে।”

হাসান মাসুদ এক সময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তবে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন। বর্তমানে তিনি পর্দায় খুব কম দেখা যায়। সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে কিছু মন্তব্যের পর আলোচনায় আসেন, এরপর জানান তিনি আর অভিনয়ে ফিরতে চান না এবং চাকরি করতে আগ্রহী। দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। জব পেলেই আমি সেটিতে যোগ দেব। সেটা যে ক্ষেত্রেই হোক—সাংবাদিকতা হতে পারে, প্রশাসনিক কাজও হতে পারে। আমি চেষ্টা করছি যাতে একেবারে হারিয়ে না যাই।”

 

হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৮ পর্যন্ত তিনি বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর’ দিয়ে বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। এরপর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন এবং টেলিভিশন নাটকেও কাজ শুরু করেন।

 

তিনি অভিনয় করেছেন উল্লেখযোগ্য নাটকগুলোতে, যেমন—‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ এবং ‘প্রভাতী সবুজ সংঘ’।