'উপদেষ্টাদের এপিএস-পিও'র দুর্নীতির ফাইল 'ডিপ ফ্রিজে''

বিবিসি বাংলা
Image description

যুগান্তরের শিরোনাম 'উপদেষ্টাদের এপিএস-পিও'র দুর্নীতির ফাইল 'ডিপ ফ্রিজে''। খবরে বলা হচ্ছে, দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তার (পিও) দুর্নীতির ফাইল দুর্নীতি দমন কমিশনের (দুদক) 'ডিপ ফ্রিজে' চলে গেছে।

তারা হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবী। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা পড়েছে।

সংস্থাটির গোয়েন্দা ইউনিটের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রকাশ্য অনুসন্ধান শুরুর সাত মাস পার হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

মিডিয়ায় শোরগোল এবং নানামুখী সমালোচনার মুখে অভিযোগের তিরবিদ্ধ মোয়াজ্জেম ও ফারারীকে তলব করেই কার্যত অনুসন্ধানে 'ইতি' টেনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অথচ একই সময়ে দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়া সাবেক অনেক মন্ত্রী- এমপির বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছে সংস্থাটি। একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা জানান, ক্ষমতার ছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে দুদকের পুরোনো চেহারাই স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি সরকারবিরোধী মহলের দুর্নীতির অনুসন্ধানে বেশী আগ্রহী ছিল, এখনো তাই আছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পিএস, এপিএস, পিও, স্বজন ও আমলাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির গুরুতর অভিযোগ উঠলেও এক বছরের বেশি সময়ের মধ্যে এর একটি ঘটনারও অনুসন্ধান করে ব্যবস্থা নেয়নি সংস্থাটি।

যুগান্তর

'থুতু থেকে আগুন' এটি সমকালের শিরোনাম। আরও কয়েকটি পত্রিকা আজ এ ঘটনা নিয়ে প্রধান শিরোনাম করেছে।

সমকালের খবরে বলা হচ্ছে, খবরে জানা যাচ্ছে, থুতু ফেলতে গিয়ে গায়ে পড়া। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা। শিক্ষকদের আলোচনায় শান্তিপূর্ণ সমাধান। কয়েক ঘণ্টার বিরতি।

তারপর এক পক্ষের রণমূর্তি। ১৩টি গাড়িতে আগুন। উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার কক্ষে ব্যাপক ভাঙচুর। গুরুত্বপূর্ণ নথিপত্র লুট। ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি।

হামলার শিকার বিশ্ববিদ্যালয়ের নাম সিটি ইউনিভার্সিটি। অভিযুক্ত শিক্ষার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। ঘটনাস্থল সাভারের আশুলিয়ায় খাগান এলাকা।

ভুক্তভোগীদের অভিযোগ, পুরো ঘটনায় অনুপস্থিত কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে গতকাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস কাছাকাছি অবস্থিত।

রাতে সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে আটকে রাখে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে তাদের ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

স

'নিরাপত্তার পূর্ণাঙ্গ নিরীক্ষা ছাড়া চালু হয়েছিল মেট্রো'এটি প্রথম আলোর শিরোনাম। খবরে বলা হচ্ছে, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রোরেল চালানো শুরু করা হয়েছিল তৃতীয় পক্ষের মাধ্যমে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা (অডিট) ছাড়াই।

এরপর দুবার 'বিয়ারিং প্যাড' খুলে পড়ার ঘটনা ঘটল। ২০২২ সালের ২৮শে ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পথে প্রথম মেট্রোরেল চালু হয়। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাড়াহুড়া করে মেট্রোরেল চালু করে।

যদিও তখন যাত্রী নিয়ে চলার আগে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। নিরাপত্তার নানা বিষয় দেখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় পক্ষ দিয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা করা হলে সব ত্রুটিবিচ্যুতি ধরা পড়ত।

যেহেতু 'বিয়ারিং প্যাড' খুলে পড়ার ঘটনা দুবার ঘটেছে, তাই এখন নিরাপত্তা নিরীক্ষা করা উচিত। উল্লেখ্য, বিয়ারিং প্যাড মেট্রোরেলের ভায়াডাক্ট বা উড়ালপথ ও পিলারের মধ্যে সংযোগকারী।

প্রথম আলো

খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) হামিদুল হককে আন্তর্জাতিক অপরাধ আদালতে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেয়া হয়।

কিন্তু সে প্রস্তাবে তিনি রাজি হননি বলে ট্রাইব্যুনাল, গুম কমিশনসহ একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুমের অভিযোগ আমলে নেয়ার আগ মুহূর্তে হামিদুল হক অনানুষ্ঠানিকভাবে একটি মাধ্যমে ট্রাইব্যুনালের দায়িত্বশীলদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন।

ওই সময় হামিদুল হক দাবি করেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে আয়নাঘরে রাখার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন।

হামিদুল হক আরো দাবি করেন, আযমীকে আয়নাঘরে না রাখার জন্য তিনি সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন।

রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হয়ে এসব ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরতে হামিদুল হককে পরামর্শ দেয়া হয় ট্রাইব্যুনাল-সংশ্লিষ্টদের পক্ষ থেকে। কিন্তু সে প্রস্তাবে হামিদুল হক রাজি হননি বলে সূত্র জানায়।

বণিক বার্তা

ইংরেজি দৈনিক নিউ এইজের প্রধান শিরোনাম 'ACC to need no govt nod to arrest public servants'. এ খবরে বলা হচ্ছে,দুর্নীতি দমন কমিশন (দুদক) কিছু পরিস্থিতিতে প্রাথমিক তদন্ত ছাড়াই দুর্নীতির মামলা দায়ের এবং সরকারি পূর্বানুমোদন ছাড়াই সরকারি কর্মচারীদের গ্রেপ্তার করার ক্ষমতা পাবে।

সংস্থাটি বাংলাদেশে বসবাসকারী বিদেশী নাগরিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করার ক্ষমতাও পাবে।

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় এসব নতুন বিধান রাখা হয়েছে। ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদিত হয়।

দুদক কর্মকর্তাদের মতে, দুর্নীতি দমন সংস্থার কর্তৃত্ব এবং পরিচালনার পরিধি জোরদার করার লক্ষ্যে এই সংশোধনী আনা হয়েছে।

এতে দুর্নীতি দমন আইন ২০০৪-এর ধারা ২০-এর সংশোধনীর প্রস্তাব করা হয়ছে। যার মাধ্যমে কমিশনকে দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে একজন শনাক্তযোগ্য ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত নির্দিষ্ট লিখিত তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়।

নিউ এইজ

'সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেবে কমিশন' এটি নয়াদিগন্তের শিরোনাম। খবরে বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত 'জুলাই জাতীয় সনদ-২০২৫' বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

সুপারিশে সনদের আইনি ভিত্তির জন্য সংবিধান আদেশ জারির প্রস্তাব করা হয়েছে। সেই আদেশের ওপর গণভোট নেয়া হবে।

গণভোটে 'হ্যাঁ' পাস হলে সংবিধান সংশোধনসংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে আগামী সংসদ।

এ জন্য সংসদ সদস্যদের নিয়ে 'সংবিধান সংস্কার পরিষদ' গঠিত হবে। বাস্তবায়ন কাজ শেষে ওই পরিষদ বিলুপ্ত হবে। তবে সংসদ চলমান থাকবে।

অন্য দিকে রাজনৈতিক দলগুলোর 'নোট অব ডিসেন্ট' ও গণভোটের সময়ের বিষয়ে কমিশন কোনো সুপারিশ করছে না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

গতকাল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের সামগ্রিক বিষয়গুলো ব্যাখ্যা করেন।

যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকটি ছিল কমিশনের সমাপনী বৈঠক।

আজ মঙ্গলবার সুপারিশসংবলিত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ তুলে দেয়া হবে।

নয়াদিগন্ত

মানবজমিনের শিরোনাম `অবরুদ্ধ ট্রেনে পাথর ছুড়ে ন্যক্কারজনক হামলা, আহত ২০'। খবরটিতে বলা হচ্ছে, ঘড়িতে তখন সকাল ১০টা ২৫ মিনিট। নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতির জন্য ভৈরব রেলওয়ে জংশনে থামছিল।

এ সময় ভৈরব জেলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা ট্রেনটিকে আটকে দেন।

শুরু হয় অবরুদ্ধ ট্রেনটিকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অনেকে তখন ট্রেনের ইঞ্জিনে চেপে বসেন, অনেকে ট্রেনের সামনে বসে পড়েন, অনেকে রেলপথে দাঁড়িয়ে যান।

অনেকে আবার প্ল্যাটফরমে বিক্ষোভ করেন। তখন স্লোগানে স্লোগানে উত্তাল ভৈরব রেলওয়ে জংশন এলাকা।

লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে জেলার দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের রেল যোগাযোগ।

ট্রেনটি থেকেও একাধিকবার হুইসেল বাজানো হয়। এ রকম পরিস্থিতিতে হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট!

অবরুদ্ধ ট্রেনটিকে লক্ষ্য করে শুরু হয় পাথর নিক্ষেপ। অন্তত ১৫ মিনিট ধরে চলে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ। ভাঙচুর চালানো হয় ট্রেনটিতে। পাশাপাশি হামলাকারীরা মাতেন পৈশাচিক উল্লাসে।

এ রকম পরিস্থিতিতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানবজমিন

'বন্ধ হচ্ছে দীর্ঘমেয়াদি ব্যাংকঋণের পথ' আজকের পত্রিকার শিরোনাম। খবরে বলা হচ্ছে, দেশের ব্যাংকগুলো থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের পথ বন্ধ হচ্ছে । দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের বিকল্প হিসেবে বন্ড মার্কেটের উন্নয়ন ও প্রসারের উদ্যোগ নিয়েছে সরকার ।

এ জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে । এই কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী বছরই ব্যাংকের পরিবর্তে শুধু বন্ড মার্কেট থেকেই দীর্ঘমেয়াদি অর্থায়ন চালু করা হবে ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন , বন্ড মার্কেট থেকে দীর্ঘমেয়াদি অর্থায়ন একটি স্বীকৃত আন্তর্জাতিক চর্চা । বাংলাদেশও এই চর্চা শুরু করতে চায় ।

এ জন্যই ব্যাংকের পরিবর্তে বন্ড মার্কেট থেকে দীর্ঘমেয়াদি অর্থায়ন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশনায় একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে ।

অর্থ মন্ত্রণালয় , বাংলাদেশ ব্যাংক , বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) সমন্বয়ে গঠিত এই কমিটি বন্ড মার্কেট থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের পদ্ধতি , প্রসার এবং ঝুঁকিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছে।

সরকারও বাংলাদেশে বন্ড মার্কেটের উন্নয়ন , চ্যালেঞ্জ এবং সুপারিশসংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছে ।

সূত্র জানায়, গত রোববার বাংলাদেশ ব্যাংকে বৈঠক করেছে বিশেষ এই কমিটি। বৈঠকে বন্ড মার্কেট উন্নয়ন , চ্যালেঞ্জ ও সুপারিশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

গভর্নর দেশে না থাকায় ভার্চুয়ালি নানা পরামর্শ দিয়েছেন কমিটিকে। গভর্নর দেশে ফিরলে প্রতিবেদন আকারে সুপারিশগুলো জমা দেওয়া হবে।

আজকের পত্রিকা


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder