‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন আবেগময় স্ট্যাটাসের তিন ঘণ্টা পর বিশাল মিয়া (১৭) নামে এক ওষুধ ফার্মেসির কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার শিমলা বাজার সুমন ফার্মেসিতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত বিশাল উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ি এলাকার সাগর মিয়ার ছেলে ও সুমন ফার্মেসির ওষুধ বিক্রেতা হিসাবে কর্মরত ছিল।
সে স্থানীয় আর ডি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিশাল পড়ালেখার পাশাপাশি স্থানীয় শিমলা বাজার সুমন ফার্মেসিতে ওষুধ বিক্রির কাজ করতেন। সোমবার বিকালে নিজের ফেসবুক আইডিতে ‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’ এমন স্ট্যাটাস দিয়ে ঘুমের কথা বলে ফার্মেসির বিশ্রামাগারে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ঘণ্টাখানিক পর ফার্মেসির মালিক সুজিত কুমার রায় সুমন তাকে ডাকতে থাকে।
একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে গেলে বিশালকে দড়িতে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বাবা সাগর মিয়া জানান, ভ্যান গাড়ি চালিয়ে খুব কষ্টে সংসার চালাতে হয়।
মাঝে মধ্যে ছেলে বড় বড় কিছু জিনিসের জন্য বায়না ধরত। দিতে না পারলে মন খারাপ করে খাওয়া-দাওয়া না করে দোকানে চলে আসত। আজ সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবাশীষ রাজবংশী বলেন, ‘সন্ধ্যার পর গলায় ফাঁস দেওয়া এক রোগীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
পরে পুলিশে খবর দিলে নিহতের স্বজনরা লাশ হাসপাতাল থেকে নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেলে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।