মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ৬ জনসহ ৬০ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার বেলা ১১টার দিকে গাংনীর কাথুলী ও কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত দেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক ৬০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭ মেইন পিলারের নিকট শহীদ স্মরণী অংশে প্রথম দফায় ৩০ জনকে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বাংলাদেশের পক্ষে কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন এবং ভারতের পক্ষে ১১ গান্দিনা বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্সিস উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর সম্পন্ন করেন।
এরপর বেলা ১২টার দিকে একই উপজেলার কাথুলী সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৩/৩ এসের নিকটে দ্বিতীয় দফায় আরও ৩০ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। এখানে ভারতের তেইমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
ফেরত দেয়া ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায়। তারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে বিএসএফ তাদের আটক করে এবং আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে সাজা শেষে শনিবার দেশে ফেরত পাঠায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরায়েল জানান, ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।