Image description
 

নারায়ণগঞ্জের খানপুর এলাকায় নিরাপত্তা প্রহরী আবু হানিফ (৩০) কে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

র‍্যাব ও পুলিশ যৌথ অভিযানে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে। ভিডিওটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।

 

নিহত হানিফ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার আবুল কালামের ছেলে। তিনি খানপুরের জিতু ভিলায় নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

 

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক শহরের খানপুর জোড়া ট্যাংকির ভেতরে হানিফের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ইট দিয়ে আঘাত করছে। পাশের একজন মোবাইল ফোনে পুরো দৃশ্য ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার চারজন হলেন বাহার (৩৬), সাইদুল ইসলাম (২৫), মুশফিকুর রহমান (২৯) ও অপু (২৫)।

পুলিশ জানায়, ২০ অক্টোবর দুপুরে একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে স্থানীয়রা হানিফকে তাঁর বাসা থেকে টেনে নিয়ে যান। এরপর তাঁকে জোড়া ট্যাংকির ভেতরে আটক রেখে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়দের সহায়তায় তাঁকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, ভিডিও বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।