Image description

এল ক্লাসিকো যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াই শুরু করে দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। ক্লাসিকোর মাত্র দুই দিন আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে তার এক মন্তব্যে সরগরম স্প্যানিশ ফুটবল মহল। ইয়ামাল সরাসরি বলেছেন ‘রিয়াল চুরি করে, আবার অভিযোগও তোলে!’

এই মন্তব্য করেছেন তিনি জেরার্ড পিকের আয়োজিত কিংস লিগ–এর একটি অনুষ্ঠানে। এক প্রশ্নে ইয়ামালকে জিজ্ঞাসা করা হয়, ইবাই ল্লানোসের দল ‘পোরসিনোস’ কি রিয়াল মাদ্রিদের মতো? উত্তরে হাসিমুখে ইয়ামাল বলেন, ‘হ্যাঁ, তারা চুরি করে, অভিযোগ করে, সব কিছু করে…’

স্ট্রিমার ইবাই সঙ্গে সঙ্গে পাল্টা জিজ্ঞেস করেন, ‘মানে রিয়াল মাদ্রিদ চুরি করে?’ ইয়ামাল তখন ঠোঁটে হাসি রেখে বলেন, ‘আচ্ছা, দেখা যাক…’—এরপরই তার দুষ্টু হাসি আর ভঙ্গি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

এতেই শেষ নয়। ইয়ামাল কিংস লিগ–এ ‘লা ক্যাপিটাল সিএফ’ দলের প্রেসিডেন্ট, যা পরিচালনা করেন আর্জেন্টাইন স্ট্রিমার লা কোব্রা। এই সপ্তাহেই তাদের প্রতিপক্ষ পোরসিনোস। ম্যাচের আগেই খুনসুটি করে ইয়ামাল বলেন, ‘হারার চিন্তা বেশি কোরো না।’

জবাবে ইবাই মজা করে বলেন, ‘আমাকে মনে হয় বার্নাব্যুতে একটা গোল দিতে হবে।’

ইয়ামাল হাসতে হাসতে স্মরণ করিয়ে দেন, ‘আমি তো আগেই দিয়েছি, মনে নেই? শেষবার গিয়েছিলাম, ফল কী হয়েছিল জানো? ০–৪!’

এই মন্তব্যের পর স্প্যানিশ সামাজিক মাধ্যম জুড়ে হইচই পড়ে যায়। কেউ বলেছেন—“এটাই বার্সার রক্ত,” কেউ আবার সতর্ক করেছেন—“এমন মন্তব্য ক্লাসিকোর আগে মাদ্রিদকে আরও অনুপ্রাণিত করবে।”

যদিও মৌসুমের শুরুতে কুঁচকির চোটে ভুগছিলেন ইয়ামাল, তবে ফিট হয়ে ফিরেই দারুণ ছন্দে রয়েছেন তিনি। এবারের লা লিগায় এখন পর্যন্ত সাত ম্যাচে করেছেন তিন গোল, দিয়েছেন পাঁচটি অ্যাসিস্ট।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার পরিসংখ্যানও নজরকাড়া। সাত ম্যাচে চারটিতে জিতেছেন, তিনটিতে হেরেছেন, তবে গত মৌসুমেই করেছেন তিন গোল ও দুটি অ্যাসিস্ট।

লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রিয়াল মাদ্রিদ (২৪ পয়েন্ট), দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা (২২)। তাই রোববার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে এই ক্লাসিকোই নির্ধারণ করবে—কে উঠবে তালিকার শীর্ষে।

ফুটবলপাড়ার আলোচনায় এখন একটাই প্রশ্ন—মাঠে গোল দিতে পারবেন ইয়ামাল, নাকি ‘চুরি করে, অভিযোগ তোলে’—এই মন্তব্যই তার জন্য হয়ে উঠবে বুমেরাং?