Image description
 

বঙ্গোপসাগর ফাঁকা থাকলে ভারতীয় জেলেরা সেখানে ইলিশ ধরতে আসে বলে তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।

 

বুধবার দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরিদা আক্তার বলেন, সাগরে যখন ভারতীয় জেলেরা আসে, তা জানার সঙ্গে সঙ্গেই কোস্টগার্ডকে নির্দেশ দেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে—সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে, সে জন্য সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে।

 

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. জাহেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।