Image description
 

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব বলেছেন, আমরা ফ্যাসিস্টদের ক্ষমতা দখল থেকে তাড়িয়েছি, চাঁদাবাজদের দেখার বা প্রশ্রয় দেওয়ার জন্য নয়।

 

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভায় তানিয়া রব বলেন, “রামগতি-কমলনগরে চাঁদাবাজি ও দুর্বৃত্তায়ন চলবে না। যেকোনো উন্নয়নমূলক কাজই হবে প্রকৃতভাবে প্রমাণের মাধ্যমে, কেবল সুশীল কথার জন্য নয়।”

 

তিনি আরও বলেন, “মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাড়ি বাড়ি চাল-ডাল দেওয়া যথেষ্ট নয়। স্কুল, কলেজ, রাস্তা, মসজিদ-মাদরাসা, পুল-কালভার্ট উন্নয়ন করতে হবে এবং নদী শাসন করতে হবে। বিশেষত ভুলুয়া নদীর নাব্যতা ঠিক করতে হবে।”

 

তানিয়া রব সাবেক মন্ত্রী আ. স. ম. আব্দুর রবের স্ত্রী, তিনি বলেন, “আমি তার পরিবারের অংশ হিসেবে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব এবং রামগতি-কমলনগরের মানুষকে প্রকৃত সুবিধা দিয়ে তাদের উন্নয়নে কাজ করব।”

পথসভায় কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব সভাপতিত্ব করেন। এছাড়া সংগঠনের অন্যান্য নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।