
সাতক্ষীরার কলারোয়ায় তৃতীয়বার কন্যাসন্তান জন্ম দেওয়ায় পাঁচ দিনের নবজাতককে খালে ফেলে হত্যা করেছেন এক নারী।সোমবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার কাজিরহাট হাইস্কুল মাঠ-সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় করা মামলায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নারী ও শিশুটির মা শারমিন আক্তার কলারোয়ার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর টাওয়ার মোড় এলাকার আব্দুল জব্বারের মেয়ে। স্বামী ইব্রাহিম খলিলসহ বাবার বাড়িতেই বসবাস করতেন তারা।পুলিশ জানায়, থানার একটি তদন্ত টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে রাতেই ঘটনা উদঘাটন করে। জিজ্ঞাসাবাদে শারমিন নবজাতককে পাশের খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে শারমিন বাইরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানটি চুরি হয়েছে, পাওয়া যাচ্ছে না। পরে ইব্রাহিম খলিল কলারোয়া থানায় গিয়ে সন্তান নিখোঁজের অভিযোগ (জিডি) করতে গেলে পুলিশের সন্দেহ হয়।তিনি জানান, শিশুটির মা শারমিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন দাদী খাদিজা বেগম। জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা জড়িত না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।