শুধু কিস্তির টাকা আদায় না করে গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রবিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যাংকগুলোর প্রতি এ আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক দায়বদ্ধতার কিছু সম্পদ যদি এ ব্যাংকে দেওয়া হয়, তাহলে সম্পদ বাড়বে প্রতিষ্ঠানটির।
তবে অর্থ সংস্থানে জেনারেল ব্যাংকিং ভালো হবে না জানিয়ে তিনি বলেন, সরকার চেষ্টা করবে। পাশাপাশি আনানত বাড়াতে নিজস্ব পণ্যে বহুমুখীকরণ আনতে হবে।
এ ছাড়া অর্থ সহায়তায় দাতা সংস্থাগুলোর ভালো সাড়া মিলছে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘নারীরা যত বেশি আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে, শ্রমশক্তিতে অংশগ্রহণ করবে, দেশও তত উন্নত হবে।’
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ফলে তাদের আর্থিক ভিত্তি মজবুত হবে এবং স্বাধীনতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়নে সঞ্চিতা প্রকল্পের উদ্বোধন করেন অতিথিরা।
বিডি প্রতিদিন