দীদার মানিক (Didar Manik)
হঠাৎ রোবায়েত ফেরদৌসদের বিএনপি প্রীতি গজিয়ে ওঠা!
ঘটনা ১.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বক্তব্য দিচ্ছেন। উল্লেখযোগ্য শ্রোতাদের মধ্যে তারেক রহমান ও তাঁর স্ত্রী। রোবায়েত বলছেন, মুজিবের বাকশাল গঠন ও ৭২ থেকে ৭৫ পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা হরণের কথা। বলছেন, ৭৫ পরবর্তী মধ্যম সারির সামরিক নেতা জিয়া হাল ধরেন। আরো বলেন, "শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা। বাকশালের পর হাজারো সাংবাদিকের চাকরি হারানোর ঘটনা আবেগীয় ভঙ্গিতে উচ্চারণ করলেন। তারেক রহমান ও তাঁর স্ত্রী আবেগাপ্লুত হয়ে শুনছেন।
~~ তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের প্রথমে উচিত রোবায়েতকে জিজ্ঞেস করা যে তার বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে রোবায়েত সহ অন্য শিক্ষকরা কেউ জিয়া ও বিএনপির নাম নিতে দেয় কিনা। ওই বিভাগে মুজিবের বাকশাল ও সংবাদপত্রের কালো অধ্যায় সম্পর্কে তারা পড়ায় কিনা? ওই বিভাগে বলা যায় রোয়ায়েতসহ প্রায় সব শিক্ষকদের একটা বড় এজেন্ডা বিএনপি জামাতের রাজনৈতিক অধিকারকে ডি-লেজিটিমাইজ করা, তাদের ক্রিমিনালাইজ করা, খুঁজে খুঁজে বিএনপি জামাত বের করা ।
ঘটনা ২.
রোবায়েত ফেরদৌস গত বছরের হাসিনার পাতানো নির্বাচনকে বৈধতা দিয়েছেন। যুগান্তরের এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলছেন, ভোট যা হয়েছে ভালো হয়েছে। জাল ভোটে ঘটনা খুব বেশি ঘটেনি। রোবায়েত আরো বলেন, স্বতন্ত্র প্রার্থীদের সাথে জিততে আওয়ামী লীগের ঘাম বের হয়ে গেছে। প্রশাসন ও পুলিশ কেউ আওয়ামী লীগকে সহযোগিতা করেনি। ৬২ সীটে সতন্ত্রদের কাছে হারা সেটি প্রমাণ করে।
আসেন, সবাই মিলে রোবায়েতদের প্রেমে মজি!