বিপিএলে ২৪ ঘণ্টার ব্যবধানেই বদলে গেল দৃশ্যপট। আগের দিন ১ বলে ১ রান নিতে না পেরে ভিলেন হওয়া মাহমুদউল্লাহ গতকাল সিলেট টাইটান্সের বিপক্ষে হয়ে গেলেন রংপুর রাইডার্সের জয়ের নায়ক। রান তাড়ায় খেললেন ১৬ বলে ৫ চার ১ ছক্কায় ৩৪ রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও উঠল তার হাতে।
ইতোপূর্বে যখনই মাহমুদউল্লাহ সমালোচনায় পড়েছেন, তখনই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। কখনো স্বামীর ঢাল হয়ে দাঁড়িয়ে সমালোচকদের তুলোধুনো করেছেন। আবার কখনো করেছেন প্রশংসা। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জান্নাতুল কাওসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এতটাও বুড়া হয় নাই।’
বাংলাদেশের হৃদয়ভাঙা কয়েকটি পরাজয়ে জড়িয়ে আছে চল্লিশ ছুঁইছুঁই বয়সের মাহমুদউল্লাহর নাম। সেটা হোক ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল কিংবা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩ বলে ২ রান নিতে না পারার সেই আক্ষেপ। এর সঙ্গে যুক্ত হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে গত ১ জানুয়ারি ১ বলে ১ রান নিতে না পারা। ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে এবং রংপুর রাইডার্স হেরে যায়। পরের ম্যাচেই জবাব দিলেন মাহমুদউল্লাহ, জবাব দিলেন তার স্ত্রীও।
জান্নাতুল কাওসারের ফেসবুক পোস্ট।