Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপী হওয়ায় তার মনোনয় বাতিল করে ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের একাধিক সূত্র।

সূত্র জানায়, ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল আব্দুল হকের মনোনয়নপত্র আজ যাচাই বাছাই শেষে বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে জামায়াত। একই আসনে মনোনয়নপত্র বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ধানের আমানউল্লাহ আমান।