
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে ৮ দিন মাঠে থাকতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের (ইসি) সাথে মতবিনিময়ে বাহিনীগুলোর পক্ষ থেকে এই প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমাবর (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। যা চলে দুই ঘণ্টা মতো।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশ মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, আনসার ও ভিডিপির মহাপরিচালক, এনটিএমসির মহাপরিচালক, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন প্রতিনিধি ছিলেন। তাদের দেয়া প্রস্তাবনা পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছেন আখতার আহমেদ।
ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, ভোটের পরিবেশ নিয়ে কেউ কোনও আশঙ্কা প্রকাশ করেনি। ভোটের সময় সশস্ত্রবাহিনীর ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসারের প্রায় ৬ লাখ সদস্য মোতায়েন থাকবে।
ভোটের সময় প্রচারণায় কেউ ড্রোন উড়াতে পারবে না বলেও জানান তিনি। তবে আইনশৃঙ্খলা বিহিনী এই বিধিনিষেধের বাইরে থাকবে।
এদিকে, ইসি থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে, অর্থাৎ প্রথমার্ধে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। সেজন্য ডিসেম্বরের শুরুতে তারা তফসিল দেয়ার কথা জানায়।