Image description

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর নামক এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) বিশেষ অভিযানে ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার ভারতীয় অবৈধ চোরাচালান জব্দ করা হয়েছে।

 

রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় ১টি পিকআপ সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যাওয়ার সময় থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপে ১৫ হাজার ১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল এবং ১টি পিকআপ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।

আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানি মালামালগুলো আখাউড়া কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া  হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ চোরাচালান ও মাদক দ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।