
ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকার মাছ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট বড় ১৯টি মাছের আড়ৎ, ব্যবসায়ীর দোকান ঘর এবং পাশে থাকা বরফ কারখানার কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
রোববার (২০ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় এ ঘটনা ঘটে।
তজুমদ্দিন মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি ও দোকান ঘর মালিক মো. কামাল উদ্দিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ খবর পাই মাছঘাটে আগুন লেগেছে। এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন প্রশাসন এসে যদি আমাদের সহযোগিতা করে তাহলে আগুনে পুড়ে যাওয়া দোকানিরা ঘুরে দাঁড়াতে পারব।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুখলেসুর রহমান বলেন, ভোর রাত ৫টা ৮ মিনিটে আমরা খবর পাই উপজেলার স্লুইসগেট মাছ ঘাটে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।