
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নবজাতকদের জন্য নেই প্রয়োজনীয় নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ)। ফলে প্রতিদিনই ঝুঁকির মুখে পড়ছে অকাল জন্ম, কম ওজন ও জটিল রোগে আক্রান্ত নবজাতকরা। বিশেষজ্ঞরা বলছেন, শিশুবান্ধব আধুনিক চিকিৎসায় এনআইসিইউ অপরিহার্য হলেও উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতালটিতে নেই এই সুবিধা। বর্তমানে হাসপাতালটির শিশু ওয়ার্ডে নবজাতকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু তা এনআইসিইউয়ের পূর্ণ বিকল্প নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই চালু হবে ১০ শয্যার এনআইসিইউ ইউনিট।
জানা যায়, নবজাতক এনআইসিইউ হচ্ছে এমন একটি বিশেষায়িত বিভাগ, যেখানে জন্মের পর অসুস্থ বা অপরিণত শিশুদের ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ দেওয়া হয়। ইনকিউবেটর, ভেন্টিলেটর ও বিশেষ মনিটরের মাধ্যমে নবজাতকের শ্বাস-প্রশ্বাস, উষ্ণতা এবং পুষ্টি সরবরাহ নিশ্চিত করা হয়।
রাজশাহীর পবা উপজেলার আদরা বেগম বলেন, আমার মেয়ের বাচ্চার জন্ম সময়ের আগেই হয়েছে। ওজনও কম। ডাক্তাররা বলছেন, বাচ্চাটা দুর্বল। এনআইসিইউ থাকলে বাচ্চাটা ভালো চিকিৎসা পেত।
নাসিমা নামের এক রোগীর স্বজনরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই তাদের সন্তানের জন্ম হয়েছে। তার ওজনও কম। শারীরিক জটিলতাও রয়েছে। ওয়ার্ডে আলাদা রুমে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। তিনি বলেন, আমরা এনআইসিইউ বলতে কি বুঝি না। যদি এটা আইসিইউ-এর মতো হয় তাহলে প্রয়োজন রয়েছে। কারণ, আইসিইউতে গুরুতর রোগীকে চিকিৎসা দেওয়া হয়। সেই ক্ষেত্রে নবজাতক গুরুতর অসুস্থ হলে তারও ভালো চিকিৎসা হবে।
এনআইসিইউ না থাকায় রামেক হাসপাতালে নবজাতক মৃত্যুর নির্দিষ্ট পরিসংখ্যান নেই বলেও জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। তারা বলেন, এসব তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রয়েছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে এনআইসিইউ নেই। তবে শিশু ওয়ার্ডে নবজাতকদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ২০১১ সালে রামেকে আইসিইউ চালু হয়। বর্তমানে ৪০ শয্যার আইসিইউ কমপ্লেক্স চালু রয়েছে। চলতি বছরের মধ্যেই নবজাতকদের জন্য ১০ শয্যার এনআইসিইউ এবং ১০ শয্যার প্যালিয়েটিভ কেয়ার ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে।
চিকিৎসা বিশেষজ্ঞ ডা. রোজী আরা খাতুন বলেন, নবজাতক এনআইসিইউ একটি হাসপাতালের অত্যাবশ্যকীয় ইউনিট। অকাল জন্ম, কম ওজন, শ্বাসকষ্ট বা সংক্রমণে আক্রান্ত নবজাতকদের জন্য এটি জীবনরক্ষাকারী ভূমিকা রাখে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ শতাংশ নবজাতকের মৃত্যু ঘটে যথাযথ নিবিড় পরিচর্যার অভাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজশাহীর মতো বিভাগীয় শহরে এখনই পূর্ণাঙ্গ এনআইসিইউ স্থাপন সময়ের দাবি।
স্থানীয় স্বাস্থ্যসচেতন মহল মনে করে, রামেক হাসপাতাল শুধুমাত্র রাজশাহীরই নয়, পুরো উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসা। তাই এখানে দ্রুত এনআইসিইউ চালুর জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। নবজাতকদের জীবন বাঁচাতে এনআইসিইউ এখন বিলাসিতা নয়, জরুরি প্রয়োজন বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা।