Image description
 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির দোকানে মিষ্টির ওজন নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে প্রায় ২ ঘণ্টা যানবাহ চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালিয়ারভাঙা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান। এ সময় মিষ্টির ওজন কম দেওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে সাদমান তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতরা হলেন- সুজন মিয়া, রায়হান মিয়া, রুহাদ মিয়া, শকিল মিয়া, দিলারা বেগম, রিয়াদ, রহমত আলী, রবি মিয়া, ইজানুর রহমান, মুহিবুর রহমান, আজিজুল, মিজান মিয়া, এরশাদ মিয়া, জাহাঙ্গীর, কামাল মিয়া, পাভেল, গউছ। তাদেরকে হবিগঞ্জ সদর হাসাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ