Image description
 

ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক প্রশাসন ও স্মার্ট এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

তিনি বলেন, শুধু ভোটার নয়, সব শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষকে সচেতন নাগরিক মানে গড়ে তোলা ও তাদের প্রাপ্য অধিকার পোঁছে দেয়া আমার প্রধান ব্রত হবে।

 
 

শনিবার বিকেলে রাজধানী উত্তরের ভাটারায় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে ভাটারা, বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল এলাকার দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুফতি ফরিদুল ইসলামের সভাপতিতে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতি অলিউল্লাহ। সদস্য সচিব ইদ্রিস আকন ও মাওলানা রুহুল আমিনের পরিচালনায় অন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ডাক্তার মুজিবুর রহমান, আলহাজ ইসমাইল হোসেন, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা জাকির হোসেন, মুফতি শাব্বির আহমাদ, মুফতি নিজামউদ্দিন, মুফতি আরমান হুসাইনসহ বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানা শাখার ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

শেখ ফজলে বারী মাসউদ আরো বলেন, বিগত ১৬ বছর ফ্যসিস্ট ও স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি ও জনগণের পাশে দেশ, জাতি ও মানবতার কল্যাণে ছিলাম, আছি এবং থাকবো। জুলাই'২৪ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার আমরা। ঢাকা-১১ আসনে কোন সন্ত্রাসীকে নব্য চাঁদাবাজ হতে দেবোনা।