
রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘আজ নাকি দেশে ঐতিহাসিক কিছু ঘটবে। পৃথিবীর মানুষ যা আর আগে কখনো দেখেনি। সব টেলিভিশন চ্যানেলকে বলা হয়েছে ইতিহাসের এই বিরল মুহূর্ত সরাসরি প্রচার করতে। না হলে এখানকার কিছু কিছু জিনিস পরে জাদুঘরে গিয়ে দেখতে হবে।’
সম্প্রতি নিজের ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ‘এই একই কাহিনি আগের সরকারের আমলেও দেখেছি। আমরাও মানুষ হলাম না, আর গণমাধ্যমও স্বাধীন হলো না। নির্দেশনা শুধু সংবাদমাধ্যমের ওপরই না, আমার-আপনার ওপরেও।
যদি ঘটনাস্থলে যেতে না পারেন, চোখ রাখুন টেলিভিশনের পর্দায় অথবা অনলাইন চ্যানেলগুলোতে। যেখানেই থাকুন না কেন, মাঠে, ঘাটে, কর্মস্থলে বা আপনার বেডরুমে।’
জিল্লুর আরো বলেন, ‘এই প্রক্রিয়ায় দেশের প্রায় অর্ধেক মানুষকেই যুক্ত করা হয়নি। জানি না, এই বিরল মুহূর্তের সাক্ষী হতে তাদেরকেও বলা হয়েছে কি না।
বিদেশ থেকেও কেউ কেউ এসে পড়েছেন এই উৎসবে শরিক হতে। না হলে জীবনটাই তো বৃথা। সবাই যখন ছুটছে ঢাকায়, আমি চললাম ঢাকার বাইরে। দুঃখিত, নাটক দেখার সময় নেই।’