
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদকসহ (জিএস) পাঁচ পদে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বাইরে থেকে।
বিজয়ীরা হলেন—সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার, ছাত্রদলের প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সিনেটে ছাত্র প্রতিনিধি পদে আকিল বিন তালেব ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোফা জয় পেয়েছে স্বতন্ত্র প্যানেল থেকে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।
তিনি জানান—ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
অন্যদিকে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৩৮৩ ভোট পেয়ে জিএস পদে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৮৮৩ ভোট। এছাড়াও শিবিরের সালমান সাব্বির এজিএস পদে জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৭১, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।
এক নজরে রাকসু নির্বাচনের ফল—
ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ
জিএস: সালাউদ্দিন আম্মার
এজিএস: এস এম সালমান সাব্বির
ক্রীড়া সম্পাদক - নার্গিস খাতুন (ছাত্রদল)
সহক্রীড়া সম্পাদক - আবু সাইদ মোহাম্মদ
সাংস্কৃতিক সম্পাদক - জাহিদ হাসান
সহসাংস্কৃতিক সম্পাদক - মোহাম্মদ রাকিবুল ইসলাম
মহিলা সম্পাদক - সাইয়্যেদা হাফসা
সহমহিলা সম্পাদক - সামিয়া জাহান
তথ্য ও গবেষণা সম্পাদক - বি এন নাজমুস সাকিব
সহতথ্য ও গবেষণা সম্পাদক - সিফাত আবু সালেহ
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ মোজাহিদ ইসলাম
সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক - আসাদুল্লাহ
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক – তোফায়েল আহমেদ তোফা (স্বতন্ত্র প্যানেল)
সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক - মোজাহিদুল ইসলাম সায়েম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক - ইমরান মিয়া লস্কর
সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক - মোহাম্মফ নয়ন হোসেন
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক - আবদুল্লাহ আল মাসুদ
সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক - মাসুমা ইসলাম মুমু
চার কার্যনির্বাহী সদস্য
মোহাম্মদ দীপ মাহবুব
মোহাম্মদ ইমজিয়াল হক কামালী
সুজন চন্দ্র
এবি এম খালেদ
সিনেটে ছাত্র প্রতিনিধি
সালাউদ্দিন আম্মার
মুস্তাকুর রহমান জাহিদ
ফাহিম রেজা
আকিল বিন তালেব (স্বতন্ত্র প্যানেল)
সালমান সাব্বির