Image description
 

নরসিংদীতে হত্যা মামলায় হাজিরা দিতে এসে আদালত পরিদর্শকের (ওসি) কক্ষে পরিবার নিয়ে সময় কাটানোর অভিযোগ উঠেছে।

 

 

নরসিংদীতে মাধবদীর সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশির হত্যা মামলার আসামি হয়ে আদালতে হাজিরা দিতে এসে কোর্ট পুলিশের (ওসি) কক্ষে তার পরিবার পরিজন নিয়ে সময় কাটান। ঘটনাটি ঘটেছে ১৪ অক্টোবর বিকালে নরসিংদী আদালতে। এমন একটি ভিডিও আসে সংবাদকর্মীদের হাতে।

 

আদালতের একটি গোপন সূত্র জানায়, ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে নরসিংদী আদালতে হত্যা মামলায় আসামি হয়ে আদালতে হাজিরা দিতে আসেন শিল্পপতি আলী হোসেন শিশির। ওই দিন তাকে বিকাল পর্যন্ত আদালতের গারদখানায় না রেখে কোর্ট পরিদর্শকের রুমে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগ দেয়া হয়।

 

এ সময় আলী হোসেন শিশির তার স্ত্রীর মোবাইল ফোন দিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেন। এ সময় পুলিশ পরিদর্শকের (ওসি) কক্ষে কয়েকজন পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন। তারা আসামি আলী হোসেন শিশিরের সেবাযত্নে ব্যস্ত সময় পার করছিলেন। এই ফাঁকে আদালতের গারদখানা থেকে পালিয়ে যায় সাগর নামে ডাকাতি প্রস্তুতি মামলার এক আসামি।

 

এই ঘটনার দুদিন পর বৃহস্পতির সকালে শহরের বিলাসদী এলাকা থেকে ডিবি পুলিশ সাগরকে পুনরায় গ্রেপ্তার করে।

 

এদিকে আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।

 

এ বিষয়ে নরসিংদীর আদালত পরিদর্শক (ওসি) মো. সাইরুল ইসলাম জানান, এই সময়ে আমি অফিসে ছিলাম না। ঘটনাটি কে বা কারা করেছে আমি জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো। গণমাধ্যমের হাতে আসা এই ঘটনার ভিডিওটি আগের বলে দাবি করেন তিনি।

 

কয়েক মাস আগে আলী হোসেন নামে এক আসামিকে আদালতে উঠালে তিনি অসুস্থ হয়ে গেলে আমার অফিস রুমে আনা হয়েছিল।

এ সময় পরিবার নিয়ে বসা অবস্থায় এবং হাতকড়াবিহীন অবস্থায় মোবাইলে কথা বলার ভিডিও দেখালে তিনি এর কোনো সঠিক উত্তর দিতে পারেননি। একপর্যায়ে কোর্ট পুলিশের এই কর্মকর্তা সংবাদটি প্রচার না করতে অনুরোধ জানান।