স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, প্রধান উপদেষ্টার দেওয়া রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠানের চেষ্টা করা হবে। তবে জনগণ অধিক সংস্কার চাইলে তা আগামী বছরের জুন পর্যন্ত গড়াতে পারে।
তিনি আরও বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। স্বল্পমেয়াদি ও মধ্যমমেয়াদি সংস্কারগুলো এ সরকার করে যেতে চায়। সংস্কার কমিশনের সুপারিশ পেলেই সংস্কারে হাত দেওয়া হবে। ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমাতে কেবিনেটে আলোচনা হয়েছে। দ্রুত সিদ্ধান্ত পাওয়া যাবে। এছাড়া এইচএমপিভি ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শনিবার সিলেটের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সকাল ৮টায় বিমানবন্দরে নেমেই স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের একটি কমিউনিটি ক্লিনিকে চলে যান। সেখানে চিকিৎসাসেবা বিষয়ে স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন। এরপর তিনি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন। চিকিৎসক, রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে তিনি কথা বলেন ও নানা নির্দেশনা দেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দ্রুত জাতীয় নির্বাচন দিতে বিভিন্ন দলের দাবি সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বলেন, জনগণ যদি বলে কাল আপনারা চলে যান আমরা চলে যাব, কারণ আমরা জনগণের দেওয়া দায়িত্ব নিয়ে এসেছি। আমরা দায়িত্ব পালন করতেই এসেছি। তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা একটি রোড ম্যাপ দিয়েছেন। যেখানে বলা আছে আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে। আর জনগণ যদি মনে করে আরও কিছু সংস্কার করে যেতে হবে। তবে হয়তো আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই আমাদের সর্বশেষ অবস্থান।
দেশের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান চিত্র কীভাবে মূল্যায়ন করেন এমন প্রশ্নের স্বাস্থ্য উপদেষ্টা বলেন, পাঁচ মাসের অভিজ্ঞতায় বলতে পারি-বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। কোথায় কতজন ক্যানসার ও শিশু বিশেষজ্ঞ লাগবে-এটা আগে নিশ্চিত হওয়া দরকার। এ বিষয়ে ঘাটতি আছে। ঘাটতি মেটাতে যা দরকার ছিল তা করা হয়নি। ভালো চিকিৎসক তৈরিতে মেডিকেল কলেজগুলো যেভাবে করা দরকার ছিল তা হয়নি। তবুও নানা সীমাবদ্ধতা নিয়ে চিকিৎসকরাসেবা দিয়ে যাচ্ছেন।
সবশেষ এইচএমপি ভাইরাস নিয়ে প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বলেন, এ ভাইরাস আগেও আমাদের দেশে ছিল। মানুষ আক্রান্ত হয়েছে, চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে। বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান। এ সময় হাসপাতালের পরিচালক, উপপরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক ও জেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে ওষুধের ওপর ভ্যাট আরোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, খুব যৎসামান্য ভ্যাট আরোপ করা হয়েছে। তবে তা কমানো হবে আশা করছি।