Image description

আন্দোলন সফল হলে আগামীতে শুক্র-শনিবার ক্লাস নিয়ে ছাত্র-ছাত্রীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, আন্দোলন সফল হলে আমরা আমাদের সন্তানদের ক্ষতি পুষিয়ে দিব, ইনশাআল্লাহ। এজন্য রাত-দিন পরিশ্রম করার প্রয়োজন হলেও করব। অধ্যক্ষ আজিজী বলেন, সবাই তার পেশাগত জায়গা তথা কর্মস্থলে থাকতে চায়। শিক্ষক হিসেবে আমরাও চাই। আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে চাই।

ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ আজীজি বলেন, আমাদের দাবি খুবই যৌক্তিক। আমাদের ২০% বাড়ি ভাড়া দেওয়া হোক। কিন্তু সেটা তারা দিতে পারবেন না। তারা আলোচনার নামে আই-ওয়াশ করেছেন। আমরা শিক্ষা উপদেষ্টাকে বাবা সম্বোধন করেছি, তাকে অনুরোধ করেছি- আমাদের বিষয়টা দেখতে। কিন্তু অপরগতা প্রকাশ করেছেন।

অধ্যক্ষ আজীজি বলেন, আমাদের দাবি খুবই যৌক্তিক। আমাদের ২০% বাড়ি ভাড়া দেওয়া হোক। কিন্তু সেটা তারা দিতে পারবেন না। তারা আলোচনার নামে আই-ওয়াশ করেছেন। আমরা শিক্ষা উপদেষ্টাকে বাবা সম্বোধন করেছি, তাকে অনুরোধ করেছি- আমাদের বিষয়টা দেখতে। কিন্তু অপরগতা প্রকাশ করেছেন।

আন্দোলন কীভাবে চলছে জানিয়ে জনপ্রিয় এই শিক্ষক নেতা বলেন, আমাদের শিক্ষকরা নিজের টাকা খরচ করে ঢাকায় এসেছে। নিজেদের টাকায় রুটি-কলা খেয়ে থাকছে। শুধু কয়েকটি ব্যানার ও মাইকের জন্য টাকা লাগছে, যা আমরা পুরোটা নিজেদের টাকায় কিনেছি। এখানে এক টাকা চাঁদা বা হাতিয়ে নেওয়ার মত কোনো বিষয়  নেই।