আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ‘অমুসলিমরা মানবিক দিক থেকে আমাদের ভাই। ইসলামে অমুসলিমদের জান-মালের নিরাপত্তার বিধান আছে। যার যার ধর্ম সে সে পালন করে, এই বিধান ইসলামে আছে। যেসব মুসলমান অমুসলিমদের সম্পদ দখল করবে, তারা জাহান্নামে যাবে। তাই অমুসলিমদের জান মালের নিরাপত্তা দিতে হবে মুসলিম ভাইদের। ইসলাম প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন। ’
আজ শনিবার দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে আয়োজিত মাহফিলে এসব কথা বলেন তিনি।
মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমাদের ধর্ম নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলাম ব্রড মাইন্ডের। যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, যারা আমাদের ধর্ম নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে তারা আমাদের শত্রু।’
সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ এক রোল মডেলের নজির দেখিয়েছে। মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। মন্দিরে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছেন।’
ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।জেলা জামাআতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলুর সঞ্চালনায় মাহফিলে জেলা জামায়াতের আমির আবু তাহের, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা যুগ্ম সম্পাদক মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।