
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিকাল চারটায় শেষ হয়েছে। তবে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তার আধা ঘন্টা আগে থেকেই বিবিএ ফ্যাকাল্টিতে দু'পক্ষের উত্তেজনা বিরাজ করছে৷ দিনভর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফলের আগ মুহুর্তে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বাগছাসের নেতা খান তালা মাহমুদ রাফি।
বিকাল চারটায় বিবিএ ফ্যাকাল্টিতে গিয়ে দেখা যায়, অন্যান্য অনুষদের চেয়ে বিবিএ অনুষদে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন৷ তবে নারী শিক্ষার্থীদের বেশিরভাগই ভোটগ্রহণ শেষে হলে ও নগরে শাটল যোগে ফিরে গেছেন৷ এছাড়া পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন৷ আশেপাশে ছাত্রদল ও শিবিরের নেতাদেরও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে ছাত্রদল ও শিবিরের কেউ কোন অভিযোগ না করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খান তালা মাহমুদ রাফি অভিযোগের ঝাপি খুলে বসেন। এসময় তিনি জানান, সকাল থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতারা ১০০ মিটারের মধ্যে প্রচারণা চালানোর নিয়ম না থাকলেও তারা টেবিল বসিয়ে প্রচারণা চালিয়েছেন৷ তাছাড়া লাইনে দাঁড়িয়ে লিফলেট দিয়েছেন শিক্ষার্থীদের। তিনি আরও বলেন, প্রশাসনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ প্রশাসন শিক্ষার্থীরা যেন ভোট দিতে না পারে সেজন্য কৃত্রিম সংকট তৈরি করেছেন৷ এতে শিবিরের রিজার্ভ ভোট দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এসময় সুনির্দিষ্ট কোন গুরুতর অভিযোগ রয়েছে কিনা কিংবা সকাল থেকে কেন এসব অভিযোগ জানানো হয়নি জানতে চাইলে তিনি এড়িয়ে যান।