
আগামী ২৭ নভেম্বরের আগেই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন। একইসাথে আগামী ১০ কর্মদিবসের মধ্যে পাশ হবে জকসুর নীতিমালা।
আজ বুধবার(১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক দৈনিক জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক দৈনিক জনকণ্ঠকে বলেন, প্রশাসন কর্তৃক বেঁধে দেওয়া সময় ২৭ নভেম্বরের আগেই হচ্ছে জকসু নির্বাচন। আগামী ১০ কর্মদিবসের মধ্যে জকসুর নীতিমালা পাশ হবে। জকসুর নীতিমালা পাশ হওয়ার পরপরই আমরা নির্বাচন কমিশন গঠন করবো।
তফসিল ঘোষণা এবং ভোটারদের তালিকা প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে তাজাম্মুল হক দৈনিক জনকণ্ঠকে বলেন, জকসুর নীতিমালা পাশ হওয়ার পরপরই নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা হবে। ভোটারদের তালিকা ইতোমধ্যে প্রস্তুতির কাজ চলছে। নীতিমালার ভিত্তিতে আমরা চূড়ান্ত করবো কারা কারা ভোটার হতে পারবে।
তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(জকসু) নির্বাচন দিতে আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীদের সুষ্ঠু এবং সুন্দর একটি ছাত্র সংসদ নির্বাচন উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি।
এর আগে, আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।