
রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিভলেও নির্গত হচ্ছে ক্লোরিন গ্যাস। বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরোপুরি গ্যাস নির্গত হলে ফায়ার সার্ভিস গুদামে প্রবেশ করবে বলে জানা গেছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এছাড়া ভোরেই নিখোঁজদের খোঁজে এসেছেন স্বজনরা।
এদিকে, আগুন লাগা গুদামে পাশের রাস্তায় গার্মেন্টসগুলোর কর্মীরা কাজে যোগ দিলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ সময় গার্মেন্টসকর্মীরা উত্তেজিত হয়ে উঠেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে গার্মেন্টসগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়ে ভবনগুলো থেকে কর্মীদের বের করে দেন।
জানা যায়, আগুন লাগা ভবন থেকে ক্লোরিন গ্যাস নির্গত হচ্ছে। পুরোপুরি গ্যাস নির্গত হলে গুদামে প্রবেশ করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে, সরেজমিনে দেখা যায়, এই ক্লোরিন গ্যাস যেখানে নির্গত হবে, এর ৮০০ থেকে ১ হাজার মিটারের বাইরে থাকার কথা বলা হলেও ভিড় করছে উৎসুক জনতা।
মিরপুরের শিয়াল বাড়ির টিসেড কেমিক্যাল গোডাউনে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১২টায় আগুন লাগে। ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ১২টি ইউনিটের চেষ্টায় আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, ভবনের ছাদ টিনশেড আর তালাবন্ধ থাকায় গার্মেন্টসে আটকাপড়া লোকজন বের হতে পারেননি। গুদামে ছিল হাইড্রোজেন পার–অক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত থেকে আট ধরনের রাসায়নিক দ্রব্য।
শীর্ষনিউজ