
চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে? তবে আমরা অবশ্যই নির্বাচন কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ। আমরা মাঠে আছি, সর্বোচ্চ চেষ্টা করব। বুধবার (১৫ অক্টোবর) সকালে ভোটকেন্দ্রের সামনে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জিএস প্রার্থী বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি নির্বাচনের পরে ব্যালট পেপারের কিছু ইস্যু এসেছে। এ কারণে আশঙ্কা রয়েছে। তবে আমরা আশা করছি, চবি প্রশাসন এ ধরনের কোনো ঘটনা ঘটাবে না। তারা একটা ইতিহাস তৈরি করবে।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি এখন যেভাবে দেখতেছি, আমরা সন্তুষ্ট। তবে এটা কতক্ষণ টিকিয়ে রাখতে পারবে সেটা প্রশ্ন। কারণ আমাদের ক্যাম্পাসের একটা ঐতিহ্য আছে, কোনো একটা ঘটনা বা প্রোগ্রামে প্রথমে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার থাকে। কিন্তু পরবর্তীতে আর নিরাপত্তা ব্যবস্থা থাকে না। সে ব্যাপারে প্রশাসনকে আমরা গতকালও বলেছি আজকেও বলেছি। এর থেকেও বড় চিন্তার বিষয় হচ্ছে ভোটার উপস্থিতি নিয়ে। শহরের অনেক শিক্ষার্থী আসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৫ থেকে ৪০টা নাকি বাস দিয়েছে এগুলো পর্যাপ্ত নয়। তবে আমরা আশাবাদী ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে, সব শিক্ষার্থীরা এসে ভোট দেবেন।
শাফায়াত হোসেন বলেন, বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। কারণ চবি ছাত্রদল কখনো সাধারণ ছাত্রের বাইরে গিয়ে কাজ করেনি। ফ্যাসিবাদের আমলও কখনো আমরা সাধারণ শিক্ষার্থীদের ছেড়ে যায়নি। সুতরাং তারা আমাদের ছেড়ে যাবে না।