
সৌদি আরবে কাজ করার সময় ভবন থেকে পড়ে তারাপদ সরকার (৩৩) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তারাপদ সরকার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ী (কায়েদপাড়া) গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।
সোমবার সৌদি আরব সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের বাসিন্দা বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী।
পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের জেদ্দা শহরে বহুতল ভবনের বারান্দায় থাই গ্লাসের কাজ করতে গিয়ে নিচে পড়ে যায় তারাপদ। পরে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তারাপদ সরকার ৪ বছর ধরে জেদ্দা শহরে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। এরপর দেশে এসে ২ মাস ছুটি কাটিয়ে গতমাসের ২২ সেপ্টেম্বর সৌদিআরবে যান। তার মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছাড়া নেমে আসে। দেশেও তার পরিবারে চলছে শোকের মাতম। নিহতের মরদেহ জেদ্দা শহরের হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।