
চোখ ধাঁধানো ঝলক আর চিরন্তন আকর্ষণের ধাতু স্বর্ণ এবার বিশ্ববাজারে মূল্যের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। ইতিহাস ভেঙে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে বাংলাদেশের বাজারেও।
দেশে সম্প্রতি কয়েক দফায় স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে তৈরি হয়েছে দেশীয় বাজারে সর্বকালের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে স্বর্ণের মূল্য যদি আরও বাড়তে থাকে, তবে বাংলাদেশেও শিগগিরই দাম আবারও বাড়ানো হতে পারে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জুলাই মাস থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। তবে গত দুই মাসে এই বৃদ্ধি আরও তীব্র হয়েছে। মাত্র দুই মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৮০০ ডলারেরও বেশি।
এই ধারাবাহিক ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারেও টানা কয়েক দফা দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণায় জানানো হয়, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—
-
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৪,৬১৮ টাকা, নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।
-
২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৩ টাকা।
-
১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা।
দেশে নতুন এই দাম কার্যকর হওয়ার সময় বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৪,০৯০ ডলার। তবে প্রতিবেদনের সময় দেখা গেছে, মূল্য আরও বেড়ে দাঁড়িয়েছে ৪,১০০ ডলার, যা এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড।
বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রাস্ফীতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন, ফলে দাম ক্রমাগত বাড়ছে।