Image description
 

স্বর্ণের দাম যখন বাড়তে বাড়তে আকাশচুম্বী, তখন অনেকেই রূপা দিয়ে ‘দুধের স্বাদ ঘোলে মেটানোর’ চেষ্টা করছিলেন। কিন্তু এখন সেটিও বোধহয় দুষ্কর হয়ে উঠছে। কারণ রূপার বাজারও অস্থির হয়ে উঠেছে, সবাইকে হতাশ করে লাফিয়ে বাড়ছে এই ধাতুর দাম— যেন স্বর্ণের সঙ্গে পাল্লা দিচ্ছে রূপা!

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে রূপার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে এক লাফে রূপার দাম বেড়েছে ১,২২৪ টাকা— যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ থেকে এক ভরি ভালো রূপা কিনতে গুনতে হবে ৬,২০৫ টাকা— যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম। এছাড়া,

 
  • ২১ ক্যারেট রূপা: ভরি ৫,৯১৪ টাকা

     
  • ১৮ ক্যারেট রূপা: ভরি ৫,৭৪৪ টাকা

     
  • সনাতন পদ্ধতির রূপা: ভরি ৩,৮০২ টাকা

     

রূপার এই দাম বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। গত সাত দফা সমন্বয়ের মধ্যে ছয় দফাতেই বেড়েছে রূপার দাম। সবশেষ টানা পাঁচ দফায় রূপার ভরিপ্রতি দাম বেড়েছে মোট ৩,৩৯৪ টাকা। এর মধ্যে এবারের বৃদ্ধি সবচেয়ে বড়।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববাজারে রূপার মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।