Image description

দাপ্তরিক কাজে সচিবালয়ের বাইরে রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দাবিতে শহীদ মিনার টু সচিবালয় অভিমুখে লং মার্চ শেষে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা কী সচিবালয়ে যাবেন নাকি ফের শহীদ মিনারে অবস্থান করবেন-তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ৪টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর আগে দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ সময়সূচি ঘোষণা করা হয়।

তবে শিক্ষকরা সচিবালয় অভিমুখে রওয়ানা দিলে শিক্ষা ভবন এলাকায় আটকে দেয় পুুলিশ। বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শিক্ষকরা জানিয়েছেন, এখানেই অবস্থান নেবেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দাপ্তরিক কাজে বাইরে উপদেষ্টা সচিবালয়ের বাইরে অবস্থান করছেন। ফলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা সচিবালয়ে গেলেও তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না।