
হংকংয়ের বিপক্ষে ঢাকার ম্যাচে শমিত সোম ও জায়ান আহমেদকে শুরুর একাদশে রাখেননি বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা। ম্যাচ শেষে বুঝেছিলেন- ভুলই করেছেন। সমালোচনাও শুনতে হয়েছিল তাকে। হংকংয়ে গিয়ে ওই ভুল করেননি কোচ। শুরুতে হামজা চৌধুরীরর সঙ্গে ছিলেন শমিত-জায়ান। তবু প্রথমার্ধে গোল খায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে ১-১ সমতায় নিয়ে শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার হংকংয়ের কায় তাক স্পোর্টস পার্কে ঢাকার দুঃখ ঘোচাবার আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। সেখান থেকে পিছিয়ে পড়ে হার দেখছিল। শেষ সময়ে ৩-৩ গোলের সমতা করে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশির ঠিক আগে গোল খেয়ে হেরে যায় বাংলাদেশ।