Image description
 

শিশুদের জন্য তৈরি ভারতের তিনটি কাশির সিরাপ সেবনের বিষয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব সিরাপ ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি হলেও এতে বিপজ্জনক রাসায়নিকের মাত্রা পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। 

 

সোমবার (১৩ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ডব্লিউএইচও এ সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়, তিনটি কফ সিরাপের মধ্যে রয়েছ, শ্রেসান ফার্মাসিউটিক্যালসের ‘কোল্ডরিফ’, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের ‘রেসপিফরেশ টিআর’, এবং শেপ ফার্মার ‘রিলাইফ’।

 

ডব্লিউএইচও জানায়, এসব সিরাপে ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি বিষাক্ত রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। সাধারণত এই রাসায়নিকটি খুবই কম মাত্রায় ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার হলে এটি মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এবং প্রাণঘাতী হতে পারে।

 

গত আগস্টে ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কোল্ডরিফ’ সিরাপ সেবনের পর অন্তত ১৭ শিশুর মৃত্যু ঘটে। এর আগে ২০২৩ সালে ভারতের আরও দুটি কোম্পানির তৈরি সিরাপ সেবনে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ জন শিশুর প্রাণহানি হয়েছিল।

এ ঘটনায় ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, তারা ডব্লিউএইচও’র সতর্কবার্তা সম্পর্কে অবগত এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ওষুধের মান নিয়ন্ত্রণ আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।